সেতু বিভাগ ইতিহাসঃ
যমুনা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প বাস্তব রূপ দেওয়ার জন্য ১৯৮৫ সালের ৪ জুলাই সরকারি এক অধ্যাদেশ বলে “যমুনা বহুমুখী সেতু কর্তৃপক্ষ” গঠন করা হয় এবং পরবর্তীতে ১৯৯৫ সালের ২৯ জুন প্রজ্ঞাপন জারির মাধ্যমে তৎকালীন যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন “সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ” ছাড়াও “যমুনা সেতু বিভাগ” নামে আলাদা একটি বিভাগ সৃষ্টি করা হয়। যমুনা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের সকল উপাঙ্গের কাজ সমাপ্তির পর ১৯৯৮ সালের ২৩ জুন বঙ্গবন্ধু সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। বঙ্গবন্ধু সেতু নির্মাণের পর যমুনা বহুমুখী সেতু কর্তৃপক্ষ এর কার্যপরিধি বৃদ্ধির মাধ্যমে “যমুনা বহুমুখী সেতু কর্তৃপক্ষ” এর নাম পরিবর্তন করে “বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ” নামকরণ করা হয় এবং ২০০৯ সালের ৬ অক্টোবর এ সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বঙ্গবন্ধু সেতুর সফল বাস্তবায়নের পর ২০০২ সালের ২৭ জানুয়ারি প্রজ্ঞাপন জারির মাধ্যমে “যমুনা সেতু বিভাগ” অবলুপ্ত করা হয়। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এর অধীনে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প ছাড়াও এ কর্তৃপক্ষের অধীন অন্যান্য প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ২০০৮ সালে ৩১ মার্চ প্রজ্ঞাপন জারির মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন “সেতু বিভাগ” নামে একটি আলাদা বিভাগ সৃষ্টি করা হয়। সেতু বিভাগের অভিলক্ষ্য: ১৫০০ মিটার ও তদূর্ধ্ব দৈর্ঘ্যের সেতু, টোল রোড, টানেল, ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কজওয়ে, সাবওয়ে, লিংক রোড ইত্যাদি নির্মাণ ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে নিরবচ্ছিন্ন পরিবহন ব্যবস্থা নিশ্চিতকরণ ও এর দক্ষতা বৃদ্ধি করা। সেতু বিভাগ ইতোমধ্যে পদ্মা সেতু, বঙ্গবন্ধু সেতু, মুক্তারপুর সেতু, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসংলগ্ন কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত অংশের নির্মাণ কাজ সম্পন্ন করেছে। এছাড়া, কর্ণফুলী নদীর তলদেশে বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার প্রথম সড়ক যোগাযোগ টানেল "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল" নির্মাণ কাজ শেষে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।
কার্যাবলীঃ
১। ১৫০০ মিটার বা তার বেশি দৈর্ঘ্যের সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও টানেলসহ সকল সাবওয়ে, টোল রোড, ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে, কজওয়ে, লিংক রোড ইত্যাদি নির্মাণের সঠিক পরিকল্পনা (সম্ভাব্যতা সমীক্ষাসহ), বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও মূল্যায়ন সম্পর্কিত বিষয়সমূহ;
২। এই ধরনের পরিকল্পনা বাস্তবায়নের জন্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) সহ বৈদেশিক ও অভ্যন্তরীণ উৎস থেকে প্রয়োজনীয় তহবিল সংগ্রহের পদক্ষেপ গ্রহণ;
৩। সরকারের অনুমোদন সাপেক্ষে সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাবওয়ে, টানেল ও অন্যান্য প্রকল্প বাস্তবায়নের নিমিত্ত তহবিল সংগ্রহ করার লক্ষ্যে বিভিন্ন সংস্থার সাথে চুক্তি সম্পাদন করার প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ;
৪। এই ধরনের প্রকল্পের বিভিন্ন অংশ বাস্তবায়নের জন্য সরকার কর্তৃক অনুমোদিত ঠিকাদার ও পরামর্শকগণের সঙ্গে চুক্তি সম্পাদন;
৫। নির্মিত স্থাপনার পরিচালন ও রক্ষণাবেক্ষণ এবং অন্যান্য সংস্থা যথা, বাংলাদেশ রেলওয়ে, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল), পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (পিডিবি), বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল), মোবাইল অপারেটর প্রভৃতি সংস্থাগুলোকে নির্ধারিত এলাকায় তাদের কার্যক্রম পরিচালন ও রক্ষণাবেক্ষণের অনুমতি প্রদান করা এবং এই উদ্দেশ্যে বেসরকারি উদ্যোগসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাথে চুক্তি সম্পাদন;
৬। সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাবওয়ে, টানেল, টোল রোড ইত্যাদি ব্যবহারকারী বিভিন্ন শ্রেণির যানবাহনের জন্য টোল ও ভাড়া নির্ধারণ এবং আদায়;
৭। এ বিভাগের জন্য নির্দিষ্টকৃত বিষয়সমূহ যথা, সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাবওয়ে, টানেলসহ অন্যান্য স্থাপনার নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিতকল্পে প্রবেশ ও প্রস্থান প্রান্তে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ;
৮। প্রয়োজনীয়তা সাপেক্ষে বিধি-বিধান প্রয়োগ, টোল আদায় এবং সংশ্লিষ্ট কর্তব্যসমূহ সম্পাদনের জন্য বিভাগ কর্তৃক ট্রাফিক কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তাদের ন্যস্ত ও দায়িত্ব প্রদান করা যাবে;
৯। জাতীয় বেতন স্কেলের ১০-২০ গ্রেডের সকল কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ, পদোন্নতি ও পরিপালন;
১০। এই বিভাগের জন্য নির্দিষ্টকৃত বিষয়ে আন্তর্জাতিক সংস্থাসমূহের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং অন্যান্য দেশ ও বৈশ্বিক সংস্থার সঙ্গে চুক্তি ও সমঝোতা সম্পর্কিত বিষয়াদি;
১১। এই বিভাগের জন্য নির্দিষ্টকৃত বিষয়াদি সংক্রান্ত সকল আইন;
১২। সাবওয়ে নেটওয়ার্ক ব্যবস্থা সংক্রান্ত নীতিসমূহ প্রণয়ন;
১৩। এই বিভাগের জন্য নির্দিষ্টকৃত যে কোনো বিষয়ের উপর অনুসন্ধান এবং পরিসংখ্যান সংক্রান্ত কার্যক্রম;
১৪। আদালতে গৃহীত ফি ব্যতীত এই বিভাগের জন্য নির্দিষ্টকৃত যে কোন ফি, ভাড়া ও টোল নির্ধারণ ও আদায়;
১৫। আর্থিক বিষয়াদিসহ সচিবালয় প্রশাসন;
১৬। এই বিভাগের অধীন দপ্তর ও সংস্থাসমূহের প্রশাসন ও নিয়ন্ত্রণ;
১৭। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সম্পর্কিত বিষয়াদি;
১৮। এই বিভাগের জন্য নির্দিষ্টকৃত বিষয়াদি সম্পর্কিত নির্মাণ, রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার জন্য লাইসেন্স ইস্যুকরণ;